ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নিজের একাধিক প্রেম নিয়ে মুখ খুললেন দীপিকা

২০২৩ নভেম্বর ১৭ ১১:২০:১৮
নিজের একাধিক প্রেম নিয়ে মুখ খুললেন দীপিকা

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তার ব্যক্তিগত জীবন নিয়ে নিয়ে চর্চার শেষ নেই। রণবীর কাপুরের সঙ্গে তার প্রেম, ব্রেকআপ একসময় মিডিয়ার সরগরম খবর ছিল। পরে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের সঙ্গে দীপিকার নাম জড়িয়ে যায়। অবশেষে রণবীর সিংকে বিয়ে করেন এই অভিনেত্রী।

দীপিকা বলেন, রণবীরের সঙ্গে ডেট করার সময়ও অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করতেন তিনি। শুরুতে তাদের সম্পর্কে কমিটমেন্ট ছিল না। সেই মন্তব্য নিয়ে রোষের মুখে পড়েছিলেন দীপিকা। এই বিতর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী।

অভিনেত্রী বলেন, ‘কোনো কিছুকে যদি আমি বিশ্বাস করে বলে থাকি, তবে (সেই নিয়ে) দ্বিতীয়বার চিন্তা করি না। আমি এমন মানুষই তৈরি হয়েছি এতগুলো বছরে। এবং আমি সত্যি বলতে ভয় পাই না। নিজের ভুল স্বীকার করতেও ভয় পাই না। আমি ক্ষমা চাইতেও ভয় পাই না। আমার যদি কোনো বিষয়ে ভিন্ন মতামত থেকে থাকে, তা হলে সেটা বলতে পিছপা হই না।’

২০১৫ সালে মলদ্বীপে দীপিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রণবীর। তার আগ পর্যন্ত নাকি ওপেন রিলেশনশিপে ছিলেন দুজনে।

শেয়ারনিউজ, ১৭ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে