ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

তিশার আত্মহত্যার চেষ্টার খবর ভুয়া

২০২৩ নভেম্বর ১৬ ১৭:০৮:০৪
তিশার আত্মহত্যার চেষ্টার খবর ভুয়া

বিনোদন ডেস্ক : বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যা করার চেষ্টার খবরটিকে ভুয়া বলে জানালেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

তানজিন তিশার আত্মহত্যা করার চেষ্টার খবরে আহসান হাবিব নাসিম বলেন, আত্মহত্যার চেষ্টা চালিয়েছে কে বলেছে? তিশা অসুস্থ হয়েছে ওকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল এরপর স্কয়ারে ভর্তি করা হয়েছে। যে খবর ছড়াচ্ছে তা সত্য নয়- তিশার সঙ্গে তার বোন টুম্পা রয়েছে।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি বলেন, তিশার পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, গতরাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তার বোন তাকে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এ সময় তিশার বুকে ব্যথা ও বমিসহ নানা উপসর্গ ছিল। ঢাকা মেডিকেলে কিছুক্ষণ অপেক্ষা করে তারা। তবে বেশি ভিড় থাকায় সময় ক্ষেপণ না করে তারা জরুরি ভিত্তিতে তাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।’

তিনি বলেন, তার পরিবার আত্মহত্যার চেষ্টা প্রসঙ্গে মোটেও বলেনি। তিশার পরিবার বলছে এটা আত্মহত্যার চেষ্টা নয়, মিথ্যে গুঞ্জন ছড়ানো হচ্ছে। সে অসুস্থ হয়েছে তাকে হাসপাতালে নিয়েছে।

এদিকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকেই তানজিন তিশার অসুস্থতা নিয়ে নানা গুঞ্জণ উঠেছে। নাট্যাঙ্গনের একজন জানিয়েছেন, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিশা। ক’দিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল।

শেয়ারনিউজ, ১৬ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে