ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

রাজশাহীর চিকিৎসকদের ৭২ ঘণ্টার আলটিমেটাম

২০২৩ অক্টোবর ৩১ ১৬:৫৮:০৬
রাজশাহীর চিকিৎসকদের ৭২ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রাজশাহী শাখার চিকিৎসকরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিএমএ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ডা. নওশাদ আলী বলেন, চিকিৎসাসেবা বাদ দিয়ে সহকর্মীর হত্যার প্রতিবাদে রাস্তায় নামতে হয়েছে আমাদের। হত্যাকাণ্ডের দুদিন পরও কাউকে গ্রেফতার করতে অক্ষম পুলিশ। এমনকি এ হত্যাকাণ্ডের রহস্যজট উন্মোচন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, যা আমাদের জন্য বিষয়টি উদ্বেগের।

তিনি বলেন, আমরা চাই না এটি নিয়ে বৃহত্তর আন্দোলন করতে। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ মামলার কোনো সন্তোষজনক অগ্রগতি না হলে বাধ্য হবো কঠোর কর্মসূচি দিতে। সহকর্মীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার না করা হলে রাজপথে নামারও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বিএমএ রাজশাহী শাখার সভাপতি ডা. এবি সিদ্দিকি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজশাহীর সভাপতি ডা. চিন্ময় কান্তি দাস, স্বাধীনতা চিকিৎসক পরিষদ রামেক শাখার সভাপতি ডা. খলিলুর রহমান, বিএমএ রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুনসহ অনান্য চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থী। পরে চিকিৎসক নেতারা রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি দেন।

শেয়ারনিউজ, ৩১ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে