ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

আখাউড়া-আগরতলা রেলপথের উদ্বোধন করবেন শেখ হাসিনা-মোদি

২০২৩ অক্টোবর ৩০ ২৩:১৫:১৯
আখাউড়া-আগরতলা রেলপথের উদ্বোধন করবেন শেখ হাসিনা-মোদি

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল ১ নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যৌথভাবে প্রকল্পটির উদ্বোধন করার কথা রয়েছে।

এই বিষয়ে প্রকল্পটির পরিচালক আবু জাফর মিয়া জানান, আগামী পহেলা নভেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে এই রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তিনি জানান, উদ্বোধনের পর প্রথম দিকে পণ্যবাহী ট্রেন এবং পরে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে দুই দেশের মধ্যে। তবে এখন পর্যন্ত যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলের দিনক্ষণ ঠিক হয়নি।

তবে রেলওয়ে সূত্রে জানা গেছে, যাত্রীবাহী ট্রেন চলাচলে এক মাসের বেশি সময় লাগতে পারে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গঙ্গাসাগর রেলস্টেশন থেকে খালি কনটেইনার নিয়ে পরীক্ষামূলক ট্রেনটি সোমবার দুপুরে ভারতের নিশ্চিন্তপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।

ট্রেনের চূড়ান্ত ট্রায়াল উপলক্ষে গঙ্গাসাগর রেলস্টেশনে কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম হয়। এর আগে গত ১৪ সেপ্টেম্বর প্রথম ট্রায়াল রান ট্রেন চলে বহুল কাঙ্ক্ষিত আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথে।

পরীক্ষামূলক ট্রেনের পরিচালক আব্দুর রহিম জানান, আজ ট্রেনের পরিচালক (গার্ড), সহকারী পরিচালক, লোকো মাস্টার ও সহকারী লোকো মাস্টারসহ ৭ জন গঙ্গাসাগর রেলস্টেশনে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ট্রেনটি নিয়ে ভারতের নিশ্চিন্তপুর স্টেশনে যান এবং ফিরে আসেন।

শেয়ারনিউজ, ৩০ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে