ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

শিক্ষার্থীদের ওমরাহ করতে পাঠাচ্ছে ঢাবির আরবি বিভাগ

২০২৩ অক্টোবর ২৩ ১০:৩৩:৫৬
শিক্ষার্থীদের ওমরাহ করতে পাঠাচ্ছে ঢাবির আরবি বিভাগ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের ওমরাহ করার সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ। ঢাকায় সৌদি দূতাবাসের সহায়তায় আরবি বিভাগের শিক্ষার্থীরা এ সুযোগ পাচ্ছেন। গত ১৯ অক্টোবর আরবি বিভাগের প্রধান অধ্যাপক জুবায়ের মুহাম্মদ এহসানুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রাষ্ট্রদূত ইশা ইউসুফ ইশা আল দুহাইলান নবীনবরণ উপলক্ষে গত ৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে আসেন। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের ৫টি ওমরাহ ভিসা উপহার দেওয়ার ঘোষণা দেন। পরে বিভাগ থেকে যোগাযোগ করলে হোটেল খরচও দেওয়া হবে বলে জানান তিনি। তবে ফ্লাইট ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে।

আরও বলা হয়, আগ্রহী শিক্ষার্থীকে আবেদনপত্র সংগ্রহ করে ২৩ অক্টোবরের মধ্যে পাসপোর্ট ও পরিচয়পত্রের ফটোকপিসহ জমা দিতে হবে।

এ বিষয়ে আরবি বিভাগের বিভাগীয় প্রধান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক গণমাধ্যমকে বলেন, ‘প্রথমবারের মতো সৌদি রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলেন। এসেই তিনি এ ঘোষণা দেন। রাষ্ট্রদূত সাহেব মেধাবী শিক্ষার্থীদের ভিসা দেওয়ার কথা বলেছেন। ফলাফলের দিক থেকে যাঁরা এগিয়ে, আমরা তাঁদেরকে ভিসা দেব।’

ঘোষণা ৮ অক্টোবর হলেও বিজ্ঞপ্তি দিতে সময় লাগল কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার কিছু তথ্য জানা বাকি ছিল। এ জন্য দেরি হয়েছে।’ তবে আবেদনের সময় বাড়ানো হবে না বলে তিনি জানান।

শেয়ারনিউজ, ২৩ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে