ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ক্যানসারে প্রাণ হারালেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা

২০২৩ অক্টোবর ১৬ ১৬:৫১:৪৭
ক্যানসারে প্রাণ হারালেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা

বিনোদন ডেস্ক : সাবেক বিশ্বসুন্দরী প্রতিযোগী শেরিকা ডি আরমাস আর নেই। ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ের প্রতিনিধিত্বকারী এই তরুণী ১৩ অক্টোবর ২৬ বছর বয়সে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে জরায়ু ক্যান্সারে ভুগছিলেন। আরমাসের কেমোথেরাপি এবং রেডিওথেরাপি চিকিৎসা চলছিল।

ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি জানিয়েছে, শেরিকা ডি আরমাসের মৃত্যুতে উরুগুয়ের পাশাপাশি সারাবিশ্বে শোকের ছায়া বিরাজ করছে। তার ভাই মেক ডি আরমাস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন— ‘অনেক বড় হও, ছোট বোন। সর্বদা ও চিরকাল এমনই থেকো।’

মিস ইউনিভার্স উরুগুয়ে ২০২২ কার্লা রোমেরো তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন— মিসেস ডি আরমাস ‘এই বিশ্বের গর্ব। আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর নারীদের একজন।’

২৬ বছর বয়সি অভিনেত্রী চীনে আয়োজিত ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শীর্ষ ৩০-এর মধ্যে ছিলেন না। তবে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মাত্র ১৮ বছর বয়সিদের মধ্যে একজন ছিলেন।

সেই সময় এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি সবসময়ই মডেল হতে চেয়েছিলাম, তা বিউটি মডেল হোক, বিজ্ঞাপনের মডেল হোক কিংবা ক্যাটওয়াক মডেল হোক। আমি ফ্যাশন সম্পর্কিত সব কিছুই পছন্দ করি এবং আমি মনে করি যে, একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া যে কোনো মেয়ের স্বপ্ন মিস ইউনিভার্সে সুযোগ পাওয়া। চ্যালেঞ্জপূর্ণ এই অভিজ্ঞতায় থাকতে পেরে আমি খুবই খুশি।’

এনডিটিভির খবরে বলা হয়েছে, তিনি মেকআপ এবং চুলের যত্ন সম্পর্কিত পণ্য বিক্রি করতেন। পেরেজ স্ক্রেমিনি ফাউন্ডেশনে তার কিছু মূল্যবান জিনিস উৎসর্গ করেছিলেন এই মডেল, যা ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসায় কাজে লাগে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জরায়ুর ক্যানসার মহিলাদের মধ্যে চতুর্থ সর্বাধিক সাধারণ ক্যানসার। ২০১৮ সালে বিশ্বব্যাপী আনুমানিক ৫ লাখ ৭০ হাজার মহিলা সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হয়েছেন। প্রায় ৩ লাখ ১১ হাজার মহিলা এই রোগে মারা গেছেন।

শেয়ারনিউজ, ১৬ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে