ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মুক্তির আগেই শেষ ‘মুজিব’ বায়োপিকের ফার্স্ট শোয়ের টিকিট!

২০২৩ অক্টোবর ১২ ১৮:৩৭:৪৫
মুক্তির আগেই শেষ ‘মুজিব’ বায়োপিকের ফার্স্ট শোয়ের টিকিট!

বিনোদন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশে ১৫৩ সিনেমা হলে একযোগে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

সিনেমাটি মুক্তির আগেই সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্সের ফার্স্ট শোয়ের সব টিকিট বিক্রি শেষ। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।

ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। তাজউদ্দীন আহমদের চরিত্রে দেখা যাবে রিয়াজ আহমেদকে।

এ ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী।

বাংলাদেশের ৬০ ভাগ ও ভারতের ৪০ ভাগ ব্যয়ে নির্মিত হয়েছে এই বায়োপিক। এর শুটিং শুরু হয় ২০২১ সালের ২২ জানুয়ারি; ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে। শেষ হয় একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে।

শেয়ারনিউজ, ১২ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে