ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ঐশ্বরিয়ার পাহারায় ছিলেন ৫০ জন দেহরক্ষী

২০২৩ অক্টোবর ১১ ১১:২২:২০
ঐশ্বরিয়ার পাহারায় ছিলেন ৫০ জন দেহরক্ষী

বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্যে মুগ্ধ হয়েই ‘যোধা আকবর’ সিনেমার জন্য নির্বাচন করেছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর। সিনেমায় রানি যোধাবাঈয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া।

এক কথায় ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। অনেক বছর ধরেই তার রূপে-গুণে মুগ্ধ হয়ে পরিচালকরা নায়িকা করেছেন তাদের সিনেমাতে।

সেই সিনেমায় আকবরের চরিত্রে ছিলেন হৃতিক রোশন। তবে ছবিতে আলাদা করে ঐশ্বরিয়ার সাজ-পোশাক প্রশংসিত হয়।

শোনা যায়, সিনেমাটিতে ঐশ্বরিয়াকে সাজাতে কোনো কমতি রাখতে চাননি পরিচালক। ছবিতে যে অলঙ্কারে থেকে সাজানো হয়েছিল, তার পুরোটাই তৈরি করা হয় সোনা দিয়ে। মোট ৭০ জন শিল্পী একসঙ্গে তৈরি করেছিলেন সেই নজরকাড়া গহনা। শুটিংয়ের সময় যে গহনা অভিনেত্রীর পরনে ছিল। তার মোট ওজনও নেহাত কম ছিল না।

সূত্রের খবর, মূল্যবান গহনা যেন চুরি না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন আশুতোষ। শুটিং ফ্লোরে ঐশ্বরিইয়ার সুরক্ষার জন্য মোট ৫০ জন দেহরক্ষীকে মোতায়েন করা হয়েছিল।

উল্লেখ্য, ‘যোধা আকবর’ বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি ফ্যাশনেও নতুন ধারা শুরু করেছিল। বাজারে ঐশ্বরিয়ার ব্যবহৃত অলঙ্কারের ধাঁচে তৈরি গহনার চাহিদা বেড়ে গিয়েছিল। ২০০৮ সালে মুক্তি পায় ‘যোধা আকবর’। শেয়ারনিউজ, ১১ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে