ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
Sharenews24

শাশুড়ি হলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

২০২৩ অক্টোবর ০৯ ১১:২১:২৫
শাশুড়ি হলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর তিন মেয়ে কথা, রিমঝিম ও ফাইজা। বড় মেয়ের বিয়ে দিয়ে শাশুড়ি হয়েছেন জনপ্রিয় এই গায়িকা।

ডলির বড় মেয়ের পুরো নাম নুসরাত জাহান কথা। তার বরের নাম সাজিদ রহমান প্রিন্স। গত শুক্রবার (০৬ অক্টোবর) তাদের বিয়ে হয়। এদিন বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও কাছের মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছিল। উপস্থিত ছিলেন আসিফ আকবর, কবির বকুল, দিনাত জাহান মুন্নী, আলম আরা মিনুসহ অনেকে।

গায়ক আসিফ বিয়ের একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন। নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, প্রিয় ডলি সায়ন্তনী তার বড় মেয়ের বিয়ে দিয়ে শাশুড়ি হয়েছেন। আমার সারিতে স্বাগতম আমার বন্ধু. নুসরাত জাহান কথা ও সাজিদ রহমান প্রিন্স - আপনার বিবাহিত জীবনে আপনি অনেক সুখী হোন। সুখে বাঁচো ভালোবাসা অন্তহীন।

জানা যায়, পাত্র সাজিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আর ডলির মেয়েও পড়াশোনা করেছেন মালয়েশিয়াতে। সাজিদ-কথা দুজনেই দেশটির সুবাং জায়াতে অবস্থিত সেগী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন।

শেয়ারনিউজ, ০৯ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে