ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ইসরাইলে আটকা পড়েছেন অভিনেত্রী নুসরাত

২০২৩ অক্টোবর ০৮ ১৭:০৮:৪১
ইসরাইলে আটকা পড়েছেন অভিনেত্রী নুসরাত

বিনোদন ডেস্ক : হামাস ইসরাইলে আক্রমণ করেছে। দেশটিতে এখন যুদ্ধ পরিস্থিতি। সেখানে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভরুচা। হামলার পর অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জানা গেছে, হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইসরায়েলে গিয়েছিলেন তিনি। দল বা পরিবার কেউই অভিনেত্রীকে খুঁজে পায়নি। দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থাকার পর একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছেন এই অভিনেত্রী বলে জানা গেছে। সেখানে তিনি নিরাপদে আছেন।

অভিনেত্রীকে ইতিমধ্যে দেশে ফেরানোর ব্যবস্থা করছে ভারত সরকার। নুসরাতের টিম জানিয়েছে, ‘আমরা অবশেষে নুসরাতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। দূতাবাসের সহায়তায় ওকে নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। তিনি সুস্থ আছেন এবং ভারতে ফিরছেন।’

ইসরাইল সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলি জানিয়েছিল, বিমানবন্দরে পৌঁছেছেন অভিনেত্রী, কিন্তু বিমানবন্দরে বিশৃঙ্খলার কারণে বিমানে উঠতে পারেননি। আপাতত ইসরাইলে ভারতে ফেরার বিমানের অপেক্ষায় রয়েছেন নুসরাত।

এর আগে গতকাল শনিবার (০৭ অক্টোবর) দুপুরে ইসরাইল সরকার ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণার পরেই গাজা ভূখণ্ডের প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের একাধিক ঠিকানায় শুরু হয় বিমান হামলা। পাল্টা ‘জবাব’ দিয়েছে হামাসও। গাজার সীমানা পেরিয়ে কয়েকশো প্যালেস্তেনীয় যোদ্ধা শনিবার ঢুকে পড়েছে ইসরাইলের ভূখণ্ডে।

নতুন করে রকেট হামলাও চালানো হয়েছে। হামাসের হামলায় ২২ জন সাধারণ ইসরাইলি নাগরিকের মৃত্যু হয়েছে এবং অন্তত ৫৫০ জন আহত হয়েছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা করেছেন।

শেয়ারনিউজ, ০৮ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে