ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

বলিউডে কাজ পেতে কী মাশুল গুনতে হয়, জানালেন শেহনাজ

২০২৩ অক্টোবর ০৬ ১৯:৩৫:০৪
বলিউডে কাজ পেতে কী মাশুল গুনতে হয়, জানালেন শেহনাজ

বিনোদন ডেস্ক : 'বিগ বস'-এর মাধ্যমে উঠে এসেছেন পাঞ্জাব গার্ল শেহনাজ গিল। এরপর বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। পরে যা হয়ার ইঙ্গিত ছিল তাই হলো- সোজা সালামন খানের ছবিতে সুযোগ! 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় শেহনাজের। এবার আসছে তার দ্বিতীয় ছবি 'থ্যাঙ্ক ইউ ফর কামিং'।

মাত্র কয়েক বছরে ছোট পর্দা থেকে বড় পর্দায় শেহনাজের যাত্রা সোজা ছিল না। এর জন্য অনেক পারিশ্রমিক দিতে হয়েছে এই অভিনেত্রীকে। ২০১৯ সালে ‘বিগ বস’-এই টেলিভিশন তারকা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সাক্ষাৎ শেহনাজের। সেখানে তাদের গভীর বন্ধুত্ব থেকে প্রেম। যদিও প্রেমের জল্পনায় কখনও সিলমোহর দেননি তারা।

২০২১ সালে সেপ্টেম্বর মাসে সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুর পর অনেকটা বদলে গেছেন শেহনাজ। ব্যক্তিগত জীবন নয়, বরং নিজেকে ডুবিয়ে রেখেছেন কাজের মধ্যে। কাজই যেন এক নম্বর প্রাধান্য তার জীবনে।

যখন ‘বিগ বস্ ১৩’-এ অংশগ্রহণ করেন সেই সময়ের শেহনাজ ও এখনকার এই তন্বীর মধ্যে অনেক ফারাক। তবে যেটা সবার চোখে পড়ার মতো, তা হলো মাত্র কয়েক বছরেই ওজন ঝরিয়ে ছিপছিপে হয়েছেন তিনি। তবে রোগা হওয়ার পর যেন অনুরাগীদের চক্ষুশূল হতে হলো তাকে।

মূলত, বলিউডে কাজ পেতে গিয়ে রাতারাতি নিজের মেদ ঝরিয়ে ফেলেন এই অভিনেত্রী। তিনি বলেন, তিনি আর পুরনো শেহনাজ হতে চান না। কিন্তু পুরনো চেহারায় ফিরতে চান না কেন? তাঁর কথায়, "বলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে ওজন কমাতে হবে। তা না হলে ড্রেসমেকারদের দামি পোশাকে নিজেকে মানিয়ে নেওয়া সম্ভব হবে না।"

তিনি বলেন, "আমি যদি ইন্ডাস্ট্রির বাইরের মানুষ, একজন সাধারণ মেয়ে হতাম, তাহলে কখনোই ওজন কমাতে পারতাম না। আমিও এমন মেয়েদের পছন্দ করি যাদের শরীরে চর্বি আছে। যারা খেতে ভালোবাসে কিন্তু এখন আর আগের শেহনাজের কাছে ফিরে যেতে চাই না। কারণ আমি জানি আমি কতটা কষ্ট করে এই চেহারা পেয়েছি।''

শেয়ারনিউজ, ০৬ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে