ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
Sharenews24

ডিভোর্স পেপার হাতে পেয়ে যে অনুরোধ জানালেন রাজ

২০২৩ সেপ্টেম্বর ২২ ১৬:২০:৫৫
ডিভোর্স পেপার হাতে পেয়ে যে অনুরোধ জানালেন রাজ

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার অভিনেতা শরীফুল রাজকে ডিভোর্স দিয়েছেন পরীমণি। রাজকে ১৮ সেপ্টেম্বর ডিভোর্স লেটার পাঠিয়েছেন তিনি। এর দুদিন পর ২০ সেপ্টেম্বর দুপুর থেকে তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজের ভাইয়ের পরিচয়ে একজন কাবিননামার কপি ও ডিভোর্সসংক্রান্ত কাগজপত্র নিয়ে গেছেন।

ডিভোর্স পেপার হাতে পেয়েছেন শরীফুল রাজ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাজ মিডিয়াকে বলেন, ‘আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। আমি ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো, বাবা হিসেবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, প্রিয় শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, আমার বাচ্চার মায়ের অসম্মান হয়, এমন কোনো কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একইসঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে। সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি।'

শেয়ারনিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে