ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নতুন সিনেমায় যুক্ত হলেন সাই পল্লবী-নাগা চৈতন্য

২০২৩ সেপ্টেম্বর ২১ ১১:৩৭:০৯
নতুন সিনেমায় যুক্ত হলেন সাই পল্লবী-নাগা চৈতন্য

বিনোদন ডেস্ক : ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। তার পরবর্তী সিনেমা ‘এনসি২৩’। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক চান্দু মন্ডেটি। এই সিনেমায় যোগ দিয়েছেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।

সাই পল্লবী বুধবার (১৯ সেপ্টেম্বর) টুইট করেছেন (এক্স)। চুক্তি স্বাক্ষরের কিছু ছবিও শেয়ার করেছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন- ‘এই দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। চে আক্কিনেনি (নাগা চৈতন্য) গুরু আমরা আবার একসঙ্গে একটি বিশেষ ছবিতে কাজ করছি।’

টুইটে দর্শকদের উদ্দেশ্যে সাই পল্লবী লিখেন, ‘আমার প্রিয় তেলেগু দর্শক, আমি আপনাদের অনেক মিস করি। ‘এনসি২৩’ সিনেমার মাধ্যমে ফের আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমি খুবই উচ্ছ্বসিত।’

এ সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালক চান্দু বলেন, ‘কার্তিক নামে স্থানীয় এক যুবকের বাস্তব ঘটনা নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। ঘটনাটি ২০১৮ সালে ঘটেছিল। দুই বছর ব্যয় করে আমরা চিত্রনাট্য প্রস্তুত করেছি। সিনেমার গল্প শোনে নাগা মুগ্ধ।’ কার্তিক নামে যুবকের চরিত্র রূপায়ন করছেন নাগা। চরিত্রটি বাস্তবসম্মতভাবে চিত্রায়নের জন্য গত মাসে জেলেপাড়ায় গিয়েছিলেন নাগা।

নাগা চৈতন্য বলেন, ‘৬ মাস আগে চান্দু আমাকে সিনেমার গল্পটি শোনায়। গল্প শুনে আমি দারুণ উচ্ছ্বসিত হয়ে পড়ি। বাস্তব একটি ঘটনা অবলম্বনে সিনেমার চিত্রনাট্য রচনা করা হয়েছে। প্রযোজক বানি ভাস ও পরিচালক চান্দু চিত্রনাট্য প্রস্তুত করতে দুই বছর ব্যয় করেছেন এবং জেলেপাড়ায় আসা-যাওয়া করেছেন।’

অভিনেতা বলেন, এটা খুবই অনুপ্রেরণামূলক ঘটনা। আমরা জেলেপাড়ায় এসেছি, জেলেদের জীবনযাপন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং গ্রামের অবকাঠামো দেখার জন্য। বড় বাজেট নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘এনসি২৩’। খুব শিগগির সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।

শেয়ারনিউজ, ২১ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে