ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজার উন্নয়নে প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ: সাইফুর রহমান

২০২৩ সেপ্টেম্বর ১৪ ১৩:১৯:২২
শেয়ারবাজার উন্নয়নে প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ: সাইফুর রহমান

নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার বলেছেন, প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত সময়োপযোগী। প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে একজন ভবিষ্যৎ বিনিয়োগকারী তাত্মিক জ্ঞানের সাথে বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য জ্ঞান অর্জন করতে পারেন।

তিনি বলেন, প্রশিক্ষণের ফলে আগামী প্রজন্ম বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হবে। যা শেয়ারবাজারের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্প্রতি ডিএসই ট্রেনিং একাডেমিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

ডিএসইর ভারপ্রাপ্ত এমডি বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আপনাদের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করতে সহায়ক হবে। এছাড়াও আপনারা ডিএসই’র ওয়েবসাইট ও বিভিন্ন ব্রোকারেজ হাউজ থকে শেয়ারবাজার সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে পারেন। যা আপনাদের শেয়ারবাজারে বিনিয়োগে সহায়তা করবে।

ডিএসই’র উপ মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির ইনচার্জ সৈয়দ আল আমিন রহমান প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন। তিনি প্রশিক্ষণ কর্মশালায় শেয়ারবাজারের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধির সম্ভাবনা ও বিনিয়োগের পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপাক ড. মোঃ সগির হোসেন খন্দকার এবং সহযোগী অধ্যাপক শেখ আলমগীর হোসেন। জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপাক ড. মোঃ সগির হোসেন খন্দকার এই ধরনের উদ্যোগের জন্য ডিএসইকে ধন্যবাদ জানান।

শেয়ারনিউজ, ১৪ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে