ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
Sharenews24

লিভ-ইন সম্পর্কে বিজয়-রাশমিকা?

২০২৩ সেপ্টেম্বর ০৭ ১১:৪৪:৪৮
লিভ-ইন সম্পর্কে বিজয়-রাশমিকা?

বিনোদন ডেস্ক : রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডা ভারতীয় দক্ষিণ সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে তারা প্রেম করছেন। এখন গুঞ্জন উড়ছে যে এই দম্পতি লিভ-ইন সম্পর্কে রয়েছেন। বুধবার (০৬ সেপ্টেম্বর) একজন রেডডিট ব্যবহারকারী বিজয়-রশ্মিকার দুটি ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে বিজয়কে তার বাংলোর ছাদে বসে থাকতে দেখা যায়। অন্য ছবিতে দেখা যায়, একই ব্যাকড্রপে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন রাশমিকা।

এসব ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'বিজয়-রশ্মিকা অনানুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে তারা একসঙ্গে বসবাস করছেন। এটি বিজয়ের হায়দ্রাবাদ অ্যাপার্টমেন্টের টেরেস। একই লোকেশনে আলাদাভাবে বেশ কয়েকবার তাদের ছবিও তোলা হয়েছে।'' মূলত এরপরই এই জুটির লিভ-ইন সম্পর্কের খবর চর্চায় পরিণত হয়। অনেক নেটিজেন এই পোস্টে মন্তব্য করেছেন।

একজন মন্তব্য করেছেন, ‘তারা ৩-৪ বছর ধরে একসঙ্গে থাকেন।’ আরেকজন লিখেছেন, ‘শুনেছি, তারা বাগদান সম্পন্ন করেছেন। এ খবর কতটা সত্যি জানি না।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি বিজয় কিংবা রাশমিকা।

প্রসঙ্গত, ২০১৮ সাল ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন বিজয়-রাশমিকা। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এ জুটিকে। এ দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। ‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’-এর মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার বোঝাপড়া ভালো। সেই সময় থেকেই এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত। যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি তাদের। তবে জিমে যাওয়া, চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো— তাদের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।

শেয়ারনিউজ, ০৭ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে