ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

ধর্মীয় গোড়ামীর একাল সেকাল বইয়ের লেখক ব্লগার ফরহাদ আহমেদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা

২০২৩ জুলাই ০৪ ২০:০৩:১৮
ধর্মীয় গোড়ামীর একাল সেকাল বইয়ের লেখক ব্লগার ফরহাদ আহমেদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের ব্লগার ও লেখক ফরহাদ আহমদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে সিলেট সদর থানায় অভিযোগ সহ তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। হিজবুত তাওহীদের নেতা রিফাত হাসান বাদী হয়ে গত মঙ্গলবার এ মামলা করেন।

সিলেটের ফরহাদ আহমেদ একজন ধর্মীয় গোড়ামীর জনপ্রিয় ব্লগার ও লেখক। বেশ কিছুদিন ধরে তিনি ফেসবুক ও তার ব্যক্তিগত ব্লগে হিজবুত তাওহীদ ও দেওয়ানবাগি নামে দুটি ধর্মীয় সংগঠনের বিভিন্ন কুসংস্কার ও ধর্মীয় গোড়ামীর সমালোচনামূলক বক্তব্য নিয়ে লেখালেখি করেন। এতে ক্ষিপ্ত হয়ে হিজবুত তাওহীদের নেতা রিফাত হাসান সিলেট সদর থানায় এমদাদুল মিয়ার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করে।

এ বিষয়ে ব্লগার ফরহাদ আহমেদের সাথে কথা বললে জানা যায় তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে এসব ভন্ড ধর্মীয় নেতাদের বিরুদ্ধে লেখালেখি করছিলেন। কিন্তু হিজবুত তাওহীদ ও দেওয়ানবাগির সহযোগিরা রিপোর্ট করে ফেসবুক থেকে তার আইডিটি বন্ধ করে দেয়। তারপরো তিনি তার ব্যক্তিগত ব্লগে এসব ভন্ড ধর্মীয় নেতাদের বিরুদ্ধে লেখা লেখি চালিয়ে যাচ্ছিলো। এরপর তারা হঠাৎ করে ই সম্পূর্ণ অন্যায়ভাবে হিজবুত তাওহীদের নেতা ফরহাদ আহমেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

এ বিষয়ে সিলেট থানার ওসি বেলাল হোসেন বলেন, “ব্লগার ফরহাদ আহমেদের সাথে আমার এবং আমাদের ব্যক্তিগত কোন শত্রুতা নেই। তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে একটি অভিযোগ এসেছে এবং তদন্ত করে সেটার সত্যতা বের করার চেষ্টা করছি। অভিযোগ সত্য হলে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হবে।

০৪ জুলাই ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে