ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

ডায়াবেটিস নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

২০২৩ আগস্ট ২৭ ১০:৩৯:২০
ডায়াবেটিস নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

লাইফস্টাইল ডেস্ক : কোভিড-১৯ মহামারীর সময়ে গৃহবন্দি জীবন কাটাতে গিয়ে ডায়াবেটিস রোগীরা পড়েছেন বিপাকে। ভাইরাসের প্রকোপের কারণে তাদের নিয়মিত শারীরিক পরীক্ষায় ব্যাঘাত ঘটেছে, ফলে রোগী বাড়ছে ক্রমাগত। তবে যে কোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ডায়াবেটিস সম্পর্কে আমাদের প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে। আজকের প্রতিবেদনে ওইসব বিষয় নিয়েই আলোচনা। তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রচলিত কিছু ভুল ধারণাগুলো-

* অনেকেই ভাবেন ডায়াবেটিস শুধু বৃদ্ধ বয়সেই হয়। আসলে এমন না, ডায়াবেটিস যে কোনো বয়সের মানুষের হতে পারে।

* আবার অনেকে এমনও ভাবেন যে দীর্ঘদিন ডায়াবেটিসের ওষুধ খেলে বৃক্ক নষ্ট হয়। রক্ত পরীক্ষার ফলাফল স্বাভাবিক আসলে অসংখ্য ডায়াবেটিস রোগী এই রোগের জন্য দেয়া ওষুধ খাওয়া বন্ধ করে দেন। এমনটি মোটেও ঠিক নয়।

* আমরা ভাবি যারা মিষ্টি বেশি খায়, তাদেরই শুধু ডায়াবেটিস হয়। বর্তমান যুগের দৈনন্দিন জীবনযাত্রা বিবেচনা করলে আমাদের প্রত্যেকেরই কম বেশি ডায়াবেটিসে আক্রান্ত হওয়া ঝুঁকি আছে। আর ডায়াবেটিসের জন্য যে শুধু চিনিই দায়ি এমনটি নয়।

* ডায়াবেটিস হলেই মানতে হবে বিশেষ খাদ্যাভ্যাস এটা ঠিক নয়। বেশিরভাগ ডায়াবেটিস রোগীর কোনো বিশেষ খাদ্যাভ্যাসের প্রয়োজন নেই। একজন সুস্থ মানুষের সুস্থতা ধরে রাখার জন্য যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কিংবা জীবনযাত্রা মেনে চলা উচিত, সাধারণ ডায়াবেটিস রোগীর জন্যও সেটাই যথেষ্ট।

কিছু ডায়াবেটিস রোগীর এই ইঞ্জেকশন নিতে হয় প্রতিদিন। এটি অবশ্যই চিকিৎসক পরামর্শ নিয়ে দিতে হবে। ডায়াবেটিস রোগীরা যে কোনো সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চলবেন।

লেখক: ডা. ফাহিম আহমেদ রুপম, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ কনসালট্যান্ট (সিটি স্কিন সেন্টার, শান্তিনগর, ঢাকা)।

শেয়ারনিউজ, ২৭ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে