ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

ঐশ্বরিয়ার মতো সুন্দর চোখ পেতে যে পরামর্শ দিলেন মন্ত্রী

২০২৩ আগস্ট ২২ ১৪:৪১:১৬
ঐশ্বরিয়ার মতো সুন্দর চোখ পেতে যে পরামর্শ দিলেন মন্ত্রী

বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাই বচ্চনের চোখ দেখে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু কীভাবে এমন মুগ্ধ করা সুন্দর চোখ পেলেন তিনি? এক বক্তব্যে এবার সেই রহস্যই যেন ফাঁস করলেন বিজেপি নেতা এবং মহারাষ্ট্রের মন্ত্রী বিজয়কুমার গাভিট। খবর এনডিটিভির।

সম্প্রতি নিজ বিধানসভা কেন্দ্র নন্দুরবারের এক জনসভায় এক বক্তব্যে মহারাষ্ট্রের মন্ত্রী দাবি করেন, নিয়মিত মাছ খাওয়ার কারণেই সুন্দর চোখের অধিকারী হয়েছেন ঐশ্বরিয়া। অন্যরাও একই কাজ করলে আকর্ষণীয় চোখ এবং ঝলমলে মসৃণ ত্বক পেতে পারেন। তার বক্তব্য শুনে অবাক হয়েছে মহারাষ্ট্র ও ভারতের মানুষ।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, মন্ত্রীর এমন বক্তব্য মুর্হূতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যার নিচে মজার মজার সব মন্তব্য করছেন নেটিজেনরা। পাশাপাশি একাধিক রাজনৈতিক নেতার কটাক্ষের মুখে পড়েছেন গাভিট।

বিজেপি নেতা বলেন, যারা নিয়মিত মাছ খায় তাদের ত্বক হয় খুবই মসৃণ এবং তাদের চোখ হয় উজ্জ্বল। এই অবস্থায় কেউ আপনার দিকে তাকালে সে আপনার দিকে আকৃষ্ট হয়ে পড়বে। নিজের বক্তব্যে মাছের উপকারিতাও ব্যাখ্যা করেছেন গাভিট। বলেন, মাছের শরীরে তেল থাকে। তাই মাছ খেলে ত্বক হয় মসৃণ।

এনসিপি বিধায়ক অমল টিটকারি বলেছেন, আলটপকা মন্তব্য না করে নিজের দপ্তরের কাজ সামলান মন্ত্রী।’ বিজেপি বিধায়ক নীতীশ রানেও দলীয় নেতার আজব দাবিকে ব্যঙ্গ করেছেন। তিনি বলেন, আমি রোজ মাছ খাই। তাহলে আমার চোখও তো ঐশ্বরিয়ার মতো হওয়া উচিত ছিল। আমি গাভিট সাহেবকে জিজ্ঞাসা করব, এ ব্যাপারে কোনো গবেষণা আছে কি।

শেয়ারনিউজ, ২২ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে