ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দান করা যাবে কি?

২০২৩ আগস্ট ১২ ১৭:৪৬:০৫
কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দান করা যাবে কি?

নিজস্ব প্রতিবেদক : কখনো এমন হয় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় পথে টাকা-পয়সা বা মূল্যবান ধন-সম্পদ কুড়িয়ে পাওয়া যায়। এখন প্রশ্ন হলো এই টাকা-পয়সা মসজিদে দান করা যাবে কিনা? নাকি অন্য কোথাও দান করতে হবে? এ সম্পর্কে ইসলাম কী বলে?

উত্তর হলো ‘না’। রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা বা সম্পদ মসজিদে দান করা যাবে না। কারণ মসজিদে দান করতে হবে ওই টাকা; যা কোনো ব্যক্তির নিজ মালিকানাধীন।

তাহলে করণীয় কি?

রাস্তাঘাটে কোনো টাকা পাওয়া গেলে তা কুড়িয়ে সংরক্ষণ করা। যে এলাকায় টাকা বা সম্পদ পাওয়া যায়, ওই এলাকার সংশ্লিষ্ট দায়িত্বশীল জনপ্রতিনিধিকে অবহিত করে যথাযথ প্রচার-প্রচারণা চালনো হচ্ছে নিয়ম। প্রচার অব্যাহত রাখা এবং প্রকৃত মালিকের সন্ধান পাওয়ার জন্য অপেক্ষা করা।

কুড়িয়ে পাওয়া সম্পদ যাদের দেয়া যাবে :

যদি টাকা বা সম্পদের মালিকের সন্ধান পাওয়া না যায়; ইসলামি শরিয়তের দৃষ্টি তা প্রকৃত অসহায় বা গরিবকে দান করা যেতে পারে। ফতোয়ার কিতাবগুলোতে এ রকমই দিকনির্দেশনা দেয়া আছে। কিন্তু রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দান করা যাবে না। কারণ মসজিদে দান করতে হলে ওই টাকা ব্যক্তির নিজ মালিকানাধীন হতে হবে। (ফাতহুল কাদির, বাহরুর রায়েক, তাবয়িনুল হাকায়েক, দুররুল মুখতার)

শেয়ারনিউজ, ১২ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে