ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
Sharenews24

ভারতের ইতিহাসের বিরল রত্ন: সোশ্যাল মিডিয়ায় ঝড়

২০২৬ জানুয়ারি ৩১ ১৯:০০:১৫
ভারতের ইতিহাসের বিরল রত্ন: সোশ্যাল মিডিয়ায় ঝড়

নিজস্ব প্রতিবেদক : ভারতের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা প্রায় চার শতাব্দী আগের ‘তাজমহল হীরা’ সম্প্রতি আলোচনায় এসেছে। বিষয়টি নতুনভাবে মনোযোগ পেয়েছে, যখন হলিউড অভিনেত্রী মার্গট রবি তার আসন্ন চলচ্চিত্র উদারিং হাইটস–এর প্রিমিয়ারে কার্টিয়েরের তৈরি একটি নেকলেসে এই হীরা পরেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে হীরাটি ঘিরে সমালোচনা ও বিতর্ক শুরু হয়।

‘তাজমহল হীরার’ যাত্রা শুরু হয় ১৬শ শতকে, মুঘল শাসনামলে। এতে খোদাই করা রয়েছে:“নূর জাহান বেগম-ই-পাদশাহ, ২৩, ১০৩৭”।এই শিলালিপি থেকে জানা যায়, হীরাটি মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূর জাহানের মালিকানাধীন ছিল। ইসলামি বর্ষপঞ্জির ১০৩৭ সাল অনুযায়ী এর সময়কাল পড়ে খ্রিস্টাব্দ ১৬২৭ সালে। পরে জাহাঙ্গীরের ছেলে শাহজাহান তাজমহল নির্মাণ করেন, যা তাঁর প্রিয়তমার স্মৃতিকে চিরস্থায়ী করে।

উপনিবেশিক শাসনামলে, ভারতের অনেক ঐতিহাসিক নিদর্শনের মতো এই হীরাও বিদেশে চলে যায়। পরবর্তীতে এটি বিলাসবহুল গয়না ব্র্যান্ড কার্টিয়ের-এর হাতে আসে। হলিউড অভিনেতা রিচার্ড বার্টন হীরাটি কিনে স্ত্রী এলিজাবেথ টেলর-কে উপহার দেন। টেলরের মৃত্যুর পর, ২০১১ সালে হীরাটি নিলামে তোলা হয়।

মার্গট রবির এটি পরার পর সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়। অনেকেই দাবি তুলেছেন, ভারতের ঐতিহ্যবাহী এই গয়নাটি ভারতে ফিরিয়ে দেওয়া উচিত।

এর আগে কার্টিয়েরও ভারতের গয়না নিয়ে বিতর্কে জড়িয়েছিল। ২০২৫ সালের মেট গালায় পাঞ্জাবি শিল্পী দিলজিৎ দোসাঞ্জকে পাটিয়ালার মহারাজার জন্য তৈরি একটি ঐতিহাসিক নেকলেস ধার দিতে অস্বীকার করা হয়, অথচ ২০২২ সালে একই সংগ্রহের একটি অংশ ইউটিউবার এমা চেম্বারলেইন পরেছিলেন। এই দ্বন্দ্ব আরও ক্ষোভ বাড়িয়েছে।

বিতর্কটি আবারও উত্থাপন করেছে উপনিবেশিক আমলে ভারত থেকে নেওয়া নিদর্শন ফেরত দেয়ার দাবিকে। কোহিনূর হীরার মতো বহু ঐতিহাসিক সম্পদ এখনও বিদেশে রয়েছে, যা ভারতের জনগণের মধ্যে দীর্ঘকাল ধরে বিতর্কের বিষয় হয়ে আছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে