ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

জেনে নিন মধ্যপ্রাচ্যে রোজার সময়সূচি

২০২৬ জানুয়ারি ২৬ ১৭:৩৬:০০
জেনে নিন মধ্যপ্রাচ্যে রোজার সময়সূচি

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত ঘোষণা আসবে সংশ্লিষ্ট দেশগুলোর চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী।

সৌদি আরবের প্রভাবশালী দৈনিক ওকাজ–এর বরাতে জানা গেছে, জ্যোতির্বিদদের মতে ২০২৬ সালে অধিকাংশ মধ্যপ্রাচ্যের দেশে রোজার সময়কাল তুলনামূলকভাবে কম হবে। এ বছর উপসাগরীয় ও আশপাশের দেশগুলোতে গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে। পাশাপাশি রমজানজুড়ে আবহাওয়া তুলনামূলক শীতল থাকার সম্ভাবনাও রয়েছে।

বিশেষজ্ঞরা জানান, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন রোজার সময় ধীরে ধীরে বাড়ে। ২০২৬ সালে প্রতিদিন গড়ে এক থেকে দুই মিনিট করে রোজার সময় বাড়তে পারে। ফলে মাসের শেষ দশকে রোজার দৈর্ঘ্য প্রথম দিকের তুলনায় কিছুটা বেশি হবে।

ভূগোলবিদ ও জ্যোতির্বিদদের ব্যাখ্যায় বলা হয়েছে, পৃথিবীর ভৌগোলিক অবস্থান ও অক্ষাংশভেদে বিভিন্ন দেশের দিনের দৈর্ঘ্যে পার্থক্য দেখা যায়। এ কারণেই এক দেশের সঙ্গে আরেক দেশের রোজার সময়ের মধ্যে স্বাভাবিক পার্থক্য থাকে। বিশেষ করে বিষুবরেখার কাছাকাছি দেশগুলোর তুলনায় উত্তর ও দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে দিনের দৈর্ঘ্যে তারতম্য বেশি হয়, যা রোজার সময়েও প্রভাব ফেলে।

বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, আরব দেশগুলোতে রমজানের প্রথম দিনে রোজার সময়কাল হতে পারে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট। মাসের শেষ দিকে তা ধীরে ধীরে বেড়ে প্রায় ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছাবে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানসহ উপসাগরীয় দেশগুলোতে রোজার সময় সাধারণত এই সীমার মধ্যেই থাকবে। যদিও শহরভেদে কয়েক মিনিটের পার্থক্য হতে পারে।

সামগ্রিকভাবে বিশেষজ্ঞদের মূল্যায়ন অনুযায়ী, ২০২৬ সালের রমজান সময়কাল ও আবহাওয়ার দিক থেকে আগের কয়েক বছরের তুলনায় বেশ স্বস্তিদায়ক হতে যাচ্ছে। শীতল আবহাওয়া ও অপেক্ষাকৃত কম রোজার সময় মুসল্লিদের জন্য রোজা পালনকে আরও সহজ ও আরামদায়ক করবে বলে আশা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে