ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২০২৬ জানুয়ারি ২৬ ০৯:২৪:৪৩
আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক : জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (২৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় টানা সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট সাত ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো— বিজেস্বর ও ভাদুঘর, কাউতলী ও পাইকপাড়া, মেড্ডা ও নাটাই, গোকর্ণঘাট, বিরাসার ও ঘাটুরা এবং আশপাশের সংলগ্ন এলাকাসমূহ।

কর্তৃপক্ষ আরও জানায়, নির্ধারিত সময়ে উল্লিখিত এলাকার সব শ্রেণির গ্রাহকের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কাজ শেষ হলে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে