ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন

২০২৬ জানুয়ারি ১৬ ১১:৪১:৫৩
নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন

নিজস্ব প্রতিবেদক : ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো তার প্রাপ্ত নোবেল শান্তি পুরস্কারের পদক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়েছেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক একান্ত বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে পদকটি প্রেসিডেন্টের হাতে তুলে দেন। এটি ছিল ট্রাম্পের সঙ্গে মাচাদোর প্রথম সরাসরি সাক্ষাৎ।

বৈঠক শেষে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা জানিয়ে বলেন,“এই পদক্ষেপ পারস্পরিক সম্মানের এক চমৎকার নিদর্শন।” মাচাদো বলেন,“আমার মনে হয়, আজ আমাদের ভেনেজুয়েলাবাসীদের জন্য একটি ঐতিহাসিক দিন।”

বিবিসি জানিয়েছে, মার্কিন বাহিনী কারাকাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক পাচারের মামলায় আটক করে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করার কয়েক সপ্তাহ পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে মাচাদোকে ভেনেজুয়েলার নতুন নেতা হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০২৪ সালের বহুল বিতর্কিত নির্বাচনে মাচাদো নেতৃত্বাধীন বিরোধী আন্দোলন জয় দাবি করলেও যুক্তরাষ্ট্র বর্তমানে কাজ করছে অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান ডেলসি রদ্রিগেজের সঙ্গে, যিনি মাদুরোর সাবেক ভাইস-প্রেসিডেন্ট।

তবুও ট্রাম্প মাচাদোর প্রশংসা করে বলেন,“তার সঙ্গে সাক্ষাৎ করা আমার জন্য বড় সম্মান। তিনি একজন অসাধারণ নারী, যিনি অনেক কিছুর মধ্য দিয়ে গেছেন।” হোয়াইট হাউস ছাড়ার পর সমর্থকদের উদ্দেশে স্প্যানিশ ভাষায় মাচাদো বলেন,“আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা করতে পারি।”

পরে সাংবাদিকদের তিনি ইংরেজিতে জানান,“আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের পদকটি উপহার দিয়েছি—আমাদের স্বাধীনতার প্রতি তার অনন্য অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে।”

এর আগে মাচাদো বলেছিলেন, তিনি এই পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান। তবে নোবেল কমিটি স্পষ্টভাবে জানিয়েছে, নোবেল পুরস্কার হস্তান্তরযোগ্য বা ভাগ করা যায় না।

নোবেল কমিটির এক বিবৃতিতে বলা হয়,“একবার নোবেল পুরস্কার ঘোষণা হলে তা বাতিল, ভাগ বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। এই সিদ্ধান্ত চূড়ান্ত।” নোবেল পিস সেন্টার এক্সে (সাবেক টুইটার) লিখেছে,“একটি পদকের মালিক বদলাতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর খেতাব বদলাতে পারে না।”

মাচাদো ঐতিহাসিক উদাহরণ টেনে বলেন, মার্কিন স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মার্কুইস ডি লাফায়েত যেভাবে জর্জ ওয়াশিংটনের প্রতিকৃতি খচিত পদক সিমন বলিভারকে উপহার দিয়েছিলেন, এটি ছিল স্বাধীনতার জন্য সংগ্রামের প্রতীক।

তিনি বলেন,“২০০ বছর পর বলিভারের জনগণ ওয়াশিংটনের উত্তরাধিকারীর কাছে একটি পদক ফিরিয়ে দিচ্ছে—আমাদের স্বাধীনতার প্রতি তার অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে।”

ওয়াশিংটন সফরের অংশ হিসেবে মাচাদো কংগ্রেস সদস্য ও সিনেটরদের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে তার সমর্থকেরা ‘মারিয়া, প্রেসিদেন্তে’ স্লোগান দেন এবং ভেনেজুয়েলার পতাকা নাড়ান।

এদিকে মাদুরো আটক হওয়ার পর ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল খাত পুনর্গঠনে উদ্যোগ নিয়েছে। বুধবার এক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ৫০ কোটি ডলারের ভেনেজুয়েলার তেল বিক্রির প্রথম চালান পাঠিয়েছে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রদ্রিগেজের ঘনিষ্ঠ এক দূত শিগগিরই ওয়াশিংটন সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূতাবাস পুনরায় খোলার বিষয়ে আলোচনা করবেন।

ট্রাম্প ও রদ্রিগেজের মধ্যে ফোনালাপও হয়েছে। পরে ট্রাম্প তাকে ‘একজন দারুণ মানুষ’ হিসেবে আখ্যা দেন। রদ্রিগেজ এই আলাপকে ‘ফলপ্রসূ ও পারস্পরিক সম্মানপূর্ণ’ বলে বর্ণনা করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে