ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

প্রার্থিতা ফিরে পেলেন হাসিনা 

২০২৬ জানুয়ারি ১৫ ১৩:০১:৪২
প্রার্থিতা ফিরে পেলেন হাসিনা 

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের মাধ্যমে মনোনয়নপত্র বৈধ ঘোষণা পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় নির্বাচন কমিশনের (ইসি) আগারগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে বিচারকরা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। শুনানিতে প্রার্থী ও তাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ময়মনসিংহ-৯ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী, খেলাফত মজলিসের শামছুল ইসলাম রাহমানী, জামায়াত জোটের আনোয়ারুল ইসলাম চান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সাইদুর রহমান, গণফেরামের লুৎফুর বারী হামীম এবং জাতীয় পার্টির হাসমত মাহমুদ তারিক প্রধান।

স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ছিলেন বিএনপির মনোনয়ন বঞ্চিত মামুন বিন আব্দুল মান্নান, হাসিনা খান চৌধুরী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন পর্যটন লীগের সভাপতি এ আর খান এবং স্বতন্ত্র পিন্টু চন্দ্র বিশ্বসর্মা। যাচাই-বচাইয়ের সময় পাঁচজনের মধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছিল, যার মধ্যে ছিলেন হাসিনা খান চৌধুরী। বাতিলের কারণ ছিল মোট ভোটারের ১ শতাংশ সম্পর্কিত জটিলতা।

নির্বাচন কমিশনে আপিল গ্রহণ শুরু হয় ৫ জানুয়ারি থেকে এবং শেষ হয় ৯ জানুয়ারি। হাসিনা খান চৌধুরী ময়মনসিংহ-৯ আসনের তিনবার ও পাশের ঈশ্বরগঞ্জ আসনের একবারের সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর স্ত্রী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে