ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

ইনকিলাব মঞ্চের ভবিষ্যত নিয়ে হাদির স্ত্রীর আবেগঘন বার্তা

২০২৬ জানুয়ারি ১৫ ১২:১৬:২৬
ইনকিলাব মঞ্চের ভবিষ্যত নিয়ে হাদির স্ত্রীর আবেগঘন বার্তা

নিজস্ব প্রতিবেদক : শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। বুধবার (১৪ জানুয়ারি) দেওয়া ওই পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, “ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে?” এবং ইনকিলাব মঞ্চের নীরবতা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন।

রাবেয়া সম্পা লিখেছেন, “বিচার হবে না—এই শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে, সেটা যে কোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এ দেশে আর জন্মাবে না।” তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, কেন বিচার পেতে এত দেরি হচ্ছে।

পোস্টে তিনি শহীদ ওসমান হাদির বক্তব্য উদ্ধৃত করেছেন—“আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই-সংগ্রাম। তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে।” এছাড়া হাদির ইনকিলাব মঞ্চ ও তার অন্যান্য সন্তানদের প্রতি দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়েছেন।

রাবেয়া সম্পা আরও লিখেছেন, যারা ওসমান হাদিকে ভালোবাসেন ও তার জন্য দোয়া করেন, তারা যেন ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের মানসিক অবস্থা নিয়ে ভাবেন। হাদির জীবিত থাকলে হয়তো বলতেন—তার নিয়ে যা বলার বলুন, কিন্তু ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের নিয়ে কথা বলবেন না।

পোস্টের শেষাংশে তিনি হাদির একটি উক্তি উল্লেখ করেছেন—“দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।” সঙ্গে লিখেছেন, “শহীদ শরিফ ওসমান বিন হাদি—ইনকিলাব জিন্দাবাদ।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে