ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে আসছে বড় পরিবর্তন

২০২৬ জানুয়ারি ১৫ ১২:০১:৫৭
সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে নবম জাতীয় পে স্কেল নিয়ে নানা আলোচনা চলছে। তবে সম্প্রতি জানা গেছে, অন্তর্বর্তী সরকার পে স্কেল ঘোষণা করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তবু পে স্কেল ঘোষণার অপেক্ষায় থাকাকালীন সময়ে সরকারি চাকরিজীবীরা বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করার চেষ্টা করা হবে।

কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে কেবল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ নয়; বরং গ্রেড সংখ্যা, বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা, এবং অবসরকালীন সুযোগ-সুবিধার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানিয়েছেন, এবারের সুপারিশে কেবল সংখ্যার হিসাব নয়, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি, শিক্ষা ব্যয় এবং আবাসন সংকটের বাস্তব চিত্রকেই প্রধান সূচক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারির সভায় বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে। কমিশন ১:৮, ১:১০ ও ১:১২ অনুপাতগুলো পর্যালোচনা করার পর তুলনামূলক বৈষম্যহীন ১:৮ অনুপাত গ্রহণ করেছে।

সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে তিনটি প্রস্তাব টেবিলে রয়েছে:প্রথম প্রস্তাব: ২১,০০০ টাকা, দ্বিতীয় প্রস্তাব: ১৭,০০০ টাকা, তৃতীয় প্রস্তাব: ১৬,০০০ টাকা ।

২০২৫ সালের জুলাইয়ে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে এই পে কমিশন গঠিত হয়েছিল। চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যে কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে