ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

পারদ নামছে দ্রুত—জানুয়ারিতে আসছে একাধিক শৈত্যপ্রবাহ

২০২৬ জানুয়ারি ১৫ ১১:৩১:৪৫
পারদ নামছে দ্রুত—জানুয়ারিতে আসছে একাধিক শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক : দেশের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং একই সঙ্গে শৈত্যপ্রবাহের এলাকা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দেশের তিনটি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আগের দিন বুধবার শৈত্যপ্রবাহ সীমাবদ্ধ ছিল মাত্র একটি জেলায়।

এদিকে আগের দিনের তুলনায় তাপমাত্রা কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। টানা আট দিন ধরে এই এলাকাতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হচ্ছে। বর্তমানে দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল শৈত্যপ্রবাহ ছিল শুধু পঞ্চগড় জেলায়।

চলতি মাসের শুরুতে দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, জানুয়ারিতে মোট পাঁচ দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার একটি তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে। মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব দেখা গেলেও মাঝখানে কয়েক দিন কিছুটা কম ছিল। তবে আজ আবার শৈত্যপ্রবাহের বিস্তার বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, আগামীকাল দেশের তাপমাত্রা পুনরায় কমতে পারে। তিনি বলেন, বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগের উত্তরাঞ্চল এবং খুলনা বিভাগের কিছু এলাকায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে সারা দেশেই তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে