ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

দর বৃদ্ধির চাপে হল্টেড ১০ কোম্পানি

২০২৬ জানুয়ারি ১৪ ১৬:০৩:৪৬
দর বৃদ্ধির চাপে হল্টেড ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আজ (১৪ জানুয়ারি) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক প্রায় ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৭ পয়েন্টে। বাজারে দর বৃদ্ধির প্রবণতার মধ্যে বিক্রেতা সঙ্কটের কারণে ১০টি কোম্পানির শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত (হল্টেড) হয়। ডিএসইর বাজার পর্যালোচনা থেকে এসব তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৯৫টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১৭৫টির শেয়ারদর বেড়েছে। দর বৃদ্ধি পাওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যেই বিক্রেতা না থাকায় ১০টি কোম্পানির শেয়ার হল্টেড হয়ে যায়।

হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো— ফাস ফাইন্যান্স, পিপলস লিজিং, বিডি ওয়েল্ডিং, ফারইস্ট ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, বিডি থাই ফুড, প্রিমিয়ার লিজিং, ফ্যামিলিটেক্স বিডি, মাইডাস ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিং। আজ এসব কোম্পানির শেয়ারে ক্রয় আদেশ থাকলেও বিক্রেতা না থাকায় লেনদেন বন্ধ হয়ে যায়।

দর বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিল ফাস ফাইন্যান্স। আজ কোম্পানিটির শেয়ারদর ৫ পয়সা বা ১০.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১ পয়সায়। লেনদেনের সময় শেয়ারটির দর ৪৫ পয়সা থেকে ৫১ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ লাখ ৮৫ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পায় পিপলস লিজিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৫ পয়সা বা ১০.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১ পয়সায়। এদিন শেয়ারটির দর ৪৩ পয়সা থেকে ৫১ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৮ লাখ ৪৬ হাজার টাকার।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় অবস্থানে ছিল বিডি ওয়েল্ডিং। আজ কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ৯০ পয়সায়। লেনদেনের সময় শেয়ারটির দর ১৭ টাকা ৭০ পয়সা থেকে ১৭ টাকা ৯০ পয়সার মধ্যে ঘোরাফেরা করে। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ২৫ লাখ ৬২ হাজার টাকার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর ৪ পয়সা বা ৯.৭৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৮ পয়সা বা ৯.৭৬ শতাংশ, বিডি থাই ফুডের ১ টাকা ২০ পয়সা বা ৯.৪৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৩ পয়সা বা ৯.৩৭ শতাংশ, ফ্যামিলিটেক্স বিডির ১০ পয়সা বা ৯.০৯ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩ পয়সা বা ৮.৮২ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে