ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

২০২৬ জানুয়ারি ১৪ ১২:০১:২৫
এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক : ডা. তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নামছেন। এনসিপি ছাড়ার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল, তবে মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে তিনি নিজের সিদ্ধান্তের কারণ স্পষ্ট করেন।

ডা. জারা বলেন, দেশের পুরোনো রাজনৈতিক কাঠামো পরিবর্তনের লক্ষ্যেই তিনি দলীয় রাজনীতি থেকে সরে এসে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি উল্লেখ করেন, বর্তমান ব্যবস্থায় জবাবদিহিতার অভাব স্পষ্ট, অনেক ক্ষেত্রে যিনি জবাবদিহি করবেন, তিনিই আবার নিয়োগদাতা। ফলে প্রকৃত জবাবদিহি নিশ্চিত হয় না।

তিনি আরও বলেন, যারা ক্ষমতায় থাকবে, তাদের জবাবদিহি নিশ্চিত না করলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। সাধারণ মানুষের মনোভাব অনুযায়ী, মানুষ এখন পরিবর্তন চায় এবং তারা পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে মেনে নিতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি এনসিপি ছাড়ার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে আগে তিনি এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তবে পরে তিনি ঘোষণা দেন, দলীয় পরিচয়ের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকেই অংশ নেবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে