ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

একসঙ্গে তিন বার্তা সালাহউদ্দিন আহমেদের

২০২৬ জানুয়ারি ০২ ১৮:২৮:৪১
একসঙ্গে তিন বার্তা সালাহউদ্দিন আহমেদের

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে একটি সত্যিকার গণতান্ত্রিক সরকার গঠনই দেশের গণমানুষের আকাঙ্ক্ষা এবং শহীদদের রক্তের দাবি।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি নির্বাচনী মাঠে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সরকারের যৌথ দায়িত্বের কথা তুলে ধরেন।

সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি নির্বাচনী পরিবেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণ যেন স্বাধীন ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এর আগে শুক্রবার দুপুর সোয়া ১টায় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান সালাহউদ্দিন আহমেদ। পরে তিনি শহরের নুনিয়ারছড়াস্থ একটি স্থানীয় মসজিদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। এরপর সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ-এর স্টাফ রিপোর্টার আনসার হোসেনের শিশু পুত্র রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

বিকেলে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ের প্রথম দিনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) ও কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের মনোনয়নপত্র পর্যালোচনা করা হয়। কক্সবাজার-১ আসনে জমা পড়া পাঁচটি মনোনয়নপত্রের মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

এ নিয়ে কক্সবাজার-১ আসনে মোট তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। তারা হলেন— বিএনপির সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর কক্সবাজার শহর শাখার আমির আব্দুল্লাহ আল ফারুক এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে