ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

জোনায়েদ সাকির হলফনামা ঘিরে নতুন প্রশ্ন

২০২৬ জানুয়ারি ০২ ১৮:২১:১৯
জোনায়েদ সাকির হলফনামা ঘিরে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের জোট প্রার্থী জোনায়েদ সাকির নির্বাচনী হলফনামায় প্রকাশিত আয় ও সম্পদের তথ্য ভোটারদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে।

রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামা অনুযায়ী, জোনায়েদ সাকির তুলনায় তার স্ত্রীর ঘোষিত সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি। নথিতে আরও উঠে এসেছে, প্রার্থীর নিজের নামে কোনো আবাসিক বাড়ি বা ফ্ল্যাট নেই।

হলফনামায় উল্লেখ করা হয়, পেশায় প্রকাশক জোনায়েদ সাকির সর্বশেষ আয়কর রিটার্ন (২০২৫-২৬ অর্থবছর) অনুযায়ী বার্ষিক আয় ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা। এর মধ্যে পেশাগত আয় ৬ লাখ ৫০ হাজার টাকা, ব্যবসা থেকে আয় ১ লাখ ২০ হাজার ৪৮১ টাকা এবং শেয়ার, বন্ড ও ব্যাংক আমানত থেকে আয় ২ হাজার ৯৭৫ টাকা। কৃষি, চাকরি কিংবা বাড়িভাড়া থেকে তার কোনো আয় নেই।

জোনায়েদ সাকির ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা। স্থাবর সম্পদের তালিকায় রয়েছে ১১ একর অকৃষি জমি এবং একটি হাউজিং প্রকল্পে অগ্রিম জমা হিসেবে ৩ লাখ ২০ হাজার টাকা। তবে তার নামে কোনো আবাসিক বাড়ি বা ফ্ল্যাটের উল্লেখ নেই।

অন্যদিকে, হলফনামায় দেখা যায়, জোনায়েদ সাকির স্ত্রীর বার্ষিক আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা। তার নামে রয়েছে ১৮.১৮ শতাংশ কৃষি জমি, ৩ হাজার ২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং ১৬৭ বর্গফুট আয়তনের একটি দোকান। এসব স্থাবর সম্পদের ঘোষিত মূল্য ২৮ লাখ ৬৮ হাজার ৯৩৪ টাকা।

মামলার তথ্য অংশে উল্লেখ করা হয়েছে, জোনায়েদ সাকির বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা চলমান নেই। একইসঙ্গে তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি বলেও হলফনামায় উল্লেখ রয়েছে।

নির্বাচনী হলফনামায় প্রকাশিত এসব তথ্যকে ভোটারদের জন্য স্বচ্ছতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে স্ত্রীর সম্পদের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হওয়া এবং প্রার্থীর নিজের নামে কোনো আবাসিক বাড়ি না থাকার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে