ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

চায়ের টাকা পর্যন্ত নিলাম না, দেশের মানুষই সাক্ষী

২০২৬ জানুয়ারি ০২ ১৫:২২:৪৩
চায়ের টাকা পর্যন্ত নিলাম না, দেশের মানুষই সাক্ষী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে আমি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। সারা দেশের মানুষকে সাক্ষী রেখে বলতে পারি—একজনও প্রমাণ করতে পারবে না যে আমি কারো পকেট থেকে কোনো অর্থ আত্মসাৎ করেছি।”

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে, দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “যারা অতীতে ভোটকেন্দ্র দখল করেছে বা ভবিষ্যতেও দখল করতে চায়, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। একটি সংস্কারভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে আমাদের জোটের নেতৃত্বে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে হবে। জনগণের ভোটাধিকার হরণ করার চেষ্টা কেউ করলে আমরা কঠোর অবস্থান নেব।”

তিনি উল্লেখ করেন, “নির্বাচনকে কেবল ঋণ পরিশোধের সুযোগ বা উন্নয়নের তহবিল লুট করার মাধ্যম হিসেবে ভাবা ভুল। আমরা জনতাকে সঙ্গে নিয়ে ভোটচোরদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলব। আমাদের লক্ষ্য একটি ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠা করা।”

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন প্রসঙ্গে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দল-মত নির্বিশেষে সবার প্রিয় একজন নেতা ছিলেন। দীর্ঘদিন কারাবন্দি রাখা হয়েও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। শেখ হাসিনা তার উপর বিদ্রুপ করলেও তিনি কখনো জবাব দেননি। তার জীবন থেকে আমরা ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতিতে শিক্ষা নেব।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে