ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ, নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

২০২৫ ডিসেম্বর ৩০ ১৮:২৭:০১
৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ, নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার, ৩১ ডিসেম্বর দেশের সব তফসিলি ব্যাংক একদিন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সার্কুলার জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকের মাধ্যমে সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। এ অনুযায়ী, দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

তবে সার্কুলারে উল্লেখ করা হয়েছে, হিসাব সমাপণী কার্যক্রম (বার্ষিক ও অর্ধ-বার্ষিক) প্রয়োজনে ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্তে খোলা রাখা যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, হিসাব সমাপণী নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যাংকগুলো অভ্যন্তরীণ ব্যবস্থাপনা গ্রহণ করতে পারবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে