ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দুবাইয়ের সম্পদ নিয়ে মুখ খুললেন সাবেক উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ২৯ ১০:০৬:৫৪
দুবাইয়ের সম্পদ নিয়ে মুখ খুললেন সাবেক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলমান জল্পনা–কল্পনার অবসান ঘটিয়েছেন। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, আদর্শগত অমিলের কারণে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন না।

রাজনীতিতে আসিফ মাহমুদের গন্তব্য কোথায়

উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর পর আসিফ মাহমুদ এখন সক্রিয়ভাবে রাজনীতির মাঠে রয়েছেন। তবে কোন রাজনৈতিক দলে যোগ দেবেন—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। আসিফ জানান, বর্তমানে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এবং বিএনপির সঙ্গে তার আলোচনা চলছে।

তিনি আরও বলেন, এনসিপির সঙ্গে সমঝোতা না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। মূলত নির্বাচনের পরই তিনি তার রাজনৈতিক অবস্থান চূড়ান্ত করবেন। তার ভাষায়, “নির্বাচনী ট্রেনে দেরিতে ওঠার কারণে আমাকে এখন দ্বিগুণ পরিশ্রম করতে হচ্ছে।”

দুবাইয়ের সম্পত্তি নিয়ে অভিযোগের জবাব

উপদেষ্টা থাকাকালীন দুবাইয়ে অবৈধ সম্পদ অর্জনের যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে অনেকের বিরাগভাজন হতে হয়েছে।

চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, বর্তমান যুগে পৃথিবীর কোথাও কিছু গোপন রাখা সম্ভব নয়। বড় বড় ইনফ্লুয়েন্সাররাও তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ হাজির করতে পারেননি। তার মতে, “আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখে, তেমনি সত্যও একসময় সবার সামনে আসবে।”

অপপ্রচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য

আসিফ মাহমুদ অভিযোগ করেন, তার উদ্যোগে নেওয়া ‘গণপ্রতিরক্ষা’ প্রকল্পকে প্রতিবেশী দেশের কয়েকটি গণমাধ্যম ‘মিলিশিয়া বাহিনী’ হিসেবে অপপ্রচার করেছে। পাশাপাশি বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যাকাণ্ডের ঘটনায় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন।

আন্দোলনের মাঠ থেকে উঠে আসা এই তরুণ নেতা মনে করেন, জননিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে