ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এক আসনে মনোনয়ন পেলেন বিএনপির ২ নেতা

২০২৫ ডিসেম্বর ২৯ ০৯:৫৯:৩০
এক আসনে মনোনয়ন পেলেন বিএনপির ২ নেতা

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে বিএনপির দুই নেতাকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার চিঠি দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব দ্বিতীয় ধাপে মনোনীত প্রার্থী ঘোষণার সময় সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরীর নাম ঘোষণা করেন। বয়োজ্যেষ্ঠ এই রাজনীতিবিদ বর্তমানে দলকে ঐক্যবদ্ধ রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এদিকে রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত (২০ ডিসেম্বর) আরেকটি চিঠি ভাইরাল হয়। ওই চিঠিতে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও যুক্তরাজ্যপ্রবাসী নেতা তাহির রায়হান চৌধুরী পাভেলের নাম মনোনীত প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগে দায়িত্বপ্রাপ্ত) জিকে গৌছ বলেন,“সুনামগঞ্জ-২ আসনে দলের দুই নেতাকে মনোনয়ন জমা দিতে বলা হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের সময় একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে