ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

লন্ডন এক্সচেঞ্জে ২ জানুয়ারি থেকে বেক্সিমকো ফার্মার লেনদেন স্থগিত

২০২৫ ডিসেম্বর ২৮ ২৩:২১:৪১
লন্ডন এক্সচেঞ্জে ২ জানুয়ারি থেকে বেক্সিমকো ফার্মার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সময়মতো বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে না পারায় লন্ডনের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গ্লোবাল ডিপোজিটরি রিসিট (জিডিআর) বা জিডিআর লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। আগামী ২ জানুয়ারি, ২০২৬ থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে বলে কোম্পানিটি লন্ডন স্টক এক্সচেঞ্জকে অবহিত করেছে।

গত ১৯ ডিসেম্বর এক ডিসক্লোজারে বেক্সিমকো ফার্মা জানায়, এআইএম রুল-১৯ অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের বার্ষিক রিপোর্ট ও নিরীক্ষিত হিসাব আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। নিয়ম অনুযায়ী প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ২ জানুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে লন্ডনের বাজারে কোম্পানিটির জিডিআর লেনদেন বন্ধ থাকবে।

কোম্পানিটি এই পরিস্থিতির জন্য পরিচালনা পর্ষদের সভা করতে না পারাকে দায়ী করেছে। বেক্সিমকো জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক তাদের বোর্ডে ৯ জন অতিরিক্ত স্বতন্ত্র পরিচালক নিয়োগের প্রস্তাব ঘিরে উচ্চ আদালতে একটি আইনি জটিলতা চলছে। বর্তমানে উচ্চ আদালত ছুটিতে থাকায় এবং বেঞ্চ পুনর্গঠিত হওয়ায় মামলাটি নতুন করে শুনানির প্রয়োজন হবে। ফলে ২০২৬ সালের জানুয়ারির আগে এই বিষয়ে কোনো রায়ের সম্ভাবনা নেই। আর আদালতের রায় ছাড়া পর্ষদ সভা করে আর্থিক প্রতিবেদন অনুমোদন করা যাচ্ছে না।

তবে লন্ডনের বাজারে লেনদেন স্থগিত হলেও দেশের শেয়ারবাজারে (ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ) বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন আগের মতোই স্বাভাবিকভাবে চলবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। স্থগিতাদেশ চলাকালীন সময়েও এআইএম-এর নিয়ম মেনে প্রয়োজনীয় সকল তথ্য প্রকাশ অব্যাহত রাখবে কোম্পানিটি।

২০০৫ সাল থেকে লন্ডনের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে তালিকাভুক্ত এই ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের ফলাফল প্রকাশ করেছিল। এরপর থেকে পরবর্তী প্রান্তিক ও বার্ষিক প্রতিবেদন প্রকাশে ব্যর্থ হওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়ার পর পর্ষদ সভার মাধ্যমে আর্থিক প্রতিবেদন প্রকাশিত হলে লন্ডনের বাজারে পুনরায় লেনদেন শুরু হবে বলে আশা করছে বেক্সিমকো ফার্মা।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে