ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিএসইসির সাথে ডিএসই-সিএসইর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

২০২৫ ডিসেম্বর ২৮ ১৮:৫০:৩৮
বিএসইসির সাথে ডিএসই-সিএসইর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) পরিচালনা পর্ষদের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, মোঃ সাইফুদ্দিন, নির্বাহী পরিচালক, পরিচালক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত সভায় শেয়ারবাজারের উন্নয়ন, নিয়ন্ত্রক তত্ত্বাবধান এবং বাজার সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সকাল ১০:৩০ টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সঙ্গে সভা শুরু হয়। সভায় চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, শাহজাদা মাহমুদ চৌধুরী, মেজর (অব.) এমদাদুল ইসলাম এবং ড. মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।

এরপর বেলা ১১:৩০ টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাফিজুল ইসলাম রাশেদ, সৈয়দ হাম্মাদুল করিম, মোহাম্মদ ইসহাক মিয়া, সৈয়দা জাকেরিন বখত নাসির, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, মো. হানিফ ভূইয়া ও মো. সাজেদুল ইসলাম অংশগ্রহণ করেন।

বিএসইসি সূত্রে জানানো হয়েছে, উভয় সভায় শেয়ারবাজারেরস্থিতিশীলতা, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজার সম্প্রসারণসহ বিভিন্ন কার্যকর নীতিমালা প্রণয়ন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে