ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম জারা

২০২৫ ডিসেম্বর ২৮ ১৭:২৭:১০
বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এরপরই গুঞ্জন ওঠে যে তিনি বিএনপিতে যোগ দিতে পারেন। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, বিএনপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

শনিবার ভেরিফায়েড ফেসবুক পেইজে তাসনিম জারা জানিয়েছিলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। সেই লক্ষ্যে তিনি ঢাকা-৯ আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন। রোববার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে।

নির্বাচনী বিধি অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীর জন্য নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর তালিকা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করতে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল সোমবার। এর মধ্যেই তাসনিম জারাকে ৪,৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।

ফেসবুকে তাসনিম জারা লিখেছেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আপনার এবং দেশের সেবা করা। তবে বাস্তবিক কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে অংশ নেব না।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য লড়াই করবো। পরিস্থিতি যাই হোক না কেন, আমি সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করবো। আমি কোনো দলের সাথে নেই, তাই একমাত্র ভরসা আপনারা। আপনাদের সমর্থন পেলে আমি সেবা করতে পারবো।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে