ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!

২০২৫ ডিসেম্বর ২৭ ১৮:৩১:২৪
সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!

নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে ক্রমশ কমছে তাপমাত্রা, সেই সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা নিয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি জানিয়েছে, শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই দেশের কিছু অঞ্চলে কুয়াশাবেল্ট সক্রিয় হতে পারে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সারাদেশে কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষত রাতেও দেশের ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় ঘন কুয়াশা দেখা দিতে পারে।

খুলনা ও চট্টগ্রাম বিভাগে কুয়াশার প্রভাব তুলনামূলকভাবে কম থাকলেও দেশের বাকি অঞ্চলে রাত থেকে সকাল ৯টা বা ১০টা পর্যন্ত, কিছু কিছু স্থানে দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে।

বিডব্লিউওটি আরও জানায়, ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের সকল নৌরুটে রাত ৯টার পর থেকে সারারাত ঘন কুয়াশা থাকতে পারে। সড়কপথেও ঘন কুয়াশার কারণে চলাচলে ধীরগতি বা ঝুঁকি তৈরি হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা, এবং কিছু স্থানে দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে