ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তিনটি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

২০২৫ ডিসেম্বর ২৭ ১৭:৫০:২২
তিনটি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকায় চট্টগ্রাম জেলায় তিনটি আসনে পরিবর্তন এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপি সূত্রে জানা গেছে—

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী

চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান

চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী

এর আগে, গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে ঘোষণা করেছিলেন। তবে নির্বাচনের মাঠে চূড়ান্ত লড়াইয়ে অংশগ্রহণের জন্য এবার তাকে বদলিয়ে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী হিসেবে পূর্বে মনোনয়ন পাওয়া আমীর খসরু মাহমুদ চৌধুরীকে এখন এই আসনে প্রার্থী করা হয়েছে। ৩ নভেম্বর পর্যন্ত এই আসনটি ফাঁকা রাখা হয়েছিল।

অপরদিকে চট্টগ্রাম-১০ আসনে নতুন প্রার্থী করা হয়েছে সাইদ আল নোমানকে।

বিএনপি সূত্রের খবর, প্রার্থী পরিবর্তনের এই সিদ্ধান্ত মাঠ পর্যায়ের কার্যকারিতা, জোটনৈতিক সমঝোতা ও নির্বাচনী কৌশল বিবেচনায় নিয়ে নেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে