ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রাশেদকে নিয়ে ফখরুলের গুরুত্বপূর্ণ ঘোষণা

২০২৫ ডিসেম্বর ২৭ ১৭:২৭:৩০
রাশেদকে নিয়ে ফখরুলের গুরুত্বপূর্ণ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. রাশেদ খান। তার যোগদান প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ঝিনাইদহ-৪ আসনে মো. রাশেদ খানকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি ঝিনাইদহ-৪ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাশেদ খানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান। পদত্যাগপত্রে তিনি সংগঠনের সভাপতি বরাবর উল্লেখ করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে রাজপথে দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে একসঙ্গে আন্দোলন ও রাজনৈতিক পথচলার কথা তিনি স্মরণ করেন।

পদত্যাগপত্রে রাশেদ খান লেখেন, তার আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। পাশাপাশি সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সভাপতির সম্মতি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতেও পারস্পরিক সম্পর্ক ভ্রাতৃত্বপূর্ণ থাকবে এবং ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও দলের জন্য শুভকামনা রইল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে