ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

লেনদেনে বস্ত্র ও খাদ্য খাতের আধিপত্য

২০২৫ ডিসেম্বর ২৭ ১৩:২৮:৪৮
লেনদেনে বস্ত্র ও খাদ্য খাতের আধিপত্য

নিজস্ব প্রতিবেদক: বড়দিন উপলক্ষে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন বন্ধ থাকায় বিদায়ী সপ্তাহে (২১-২৪) শেয়ারবাজারে চার দিন লেনদেন হয়েছে। এই চার দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল উৎপাদনমুখী দুই খাত- বস্ত্র ও খাদ্য খাত। সপ্তাহিক লেনদেনের চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, একক খাত হিসেবে টেক্সটাইল খাত সর্বোচ্চ ১৭.৯ শতাংশ লেনদেন দখল করে বাজারের নেতৃত্বে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, টেক্সটাইল খাতের পরেই বিনিয়োগকারীদের দ্বিতীয় পছন্দের তালিকায় ছিল খাদ্য খাত, যেখানে মোট লেনদেনের ১১.৭ শতাংশ অর্জিত হয়েছে। এছাড়া প্রকৌশল খাতে ১০.৭ শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাতে ১০.৪ শতাংশ লেনদেন সম্পন্ন হয়েছে। এই চারটি খাতই মূলত বিদায়ী সপ্তাহে বাজারের সিংহভাগ টার্নওভার নিয়ন্ত্রণ করেছে।

অন্যান্য খাতের লেনদেন চিত্র:

• ব্যাংকিং ও অন্যান্য: ব্যাংক খাতে ৮.২ শতাংশ, বিবিধ খাতে ৮.০ শতাংশ এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৭.১ শতাংশ লেনদেন হয়েছে।

• বিমা ও তথ্যপ্রযুক্তি: সাধারণ বিমা খাতে ৬.৬ শতাংশ লেনদেন হলেও জীবন বিমা খাতে তা ছিল মাত্র ২.৯ শতাংশ। তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগকারীরা ৪.০ শতাংশ লেনদেন করেছেন।

• পিছিয়ে থাকা খাত: বিদায়ী সপ্তাহে সবচেয়ে কম লেনদেন হয়েছে সিমেন্ট (০.৪%), পাট (০.৫%) এবং ট্যানারি (০.৬%) খাতে। এছাড়া মিউচুয়াল ফান্ড (২.৪%), পেপার (২.৪%) এবং টেলিকম (১.১%) খাতেও বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল বেশ সীমিত।

বাজার সংশ্লিষ্টদের মতে, টেক্সটাইল ও খাদ্য খাতের মতো মৌলভিত্তি সম্পন্ন শেয়ারগুলোতে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাজারের তারল্য প্রবাহ বজায় রাখতে সহায়তা করছে। তবে সিমেন্ট ও পাটের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে লেনদেন কমে যাওয়া সামগ্রিক বাজারের জন্য এক ধরনের সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে