ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আ. লীগ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন শফিকুল আলম

২০২৫ ডিসেম্বর ২৫ ১১:৩১:১২
আ. লীগ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টার কাছে পাঁচজন মার্কিন আইনপ্রণেতার পাঠানো চিঠি সম্পর্কে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তিনি চিঠিটি দেখেননি এবং এ বিষয়ে অবগত নন। তবে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং নির্বাচন কমিশন দল হিসেবে তাদের নিবন্ধন বাতিল করেছে। ফলে দলটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না।

গণমাধ্যমে হামলা: ৩১ জন গ্রেপ্তার

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে। যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, সবাইকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় ইতোমধ্যে একাধিক মামলা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

হাদি হত্যাকাণ্ডে সর্বোচ্চ অগ্রাধিকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সরকার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে। সব নিরাপত্তা সংস্থা এ ঘটনায় কাজ করছে এবং গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহে আগুন দেওয়ার ঘটনা নিয়েও উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রেস সচিব বলেন, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার নিহতের বাড়িতে গিয়েছেন এবং সরকার নিহতের পরিবারের পাশে রয়েছে। আইন উপদেষ্টা জানিয়েছেন, এ ঘটনার বিচার দ্রুত বিচার আইনে সম্পন্ন করা হবে।

তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে সরকার স্বাগত জানিয়েছে এবং তার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান শফিকুল আলম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে