ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আরও আট আসন ছাড়ল বিএনপি—চারটিতেই বিদ্রোহের আগুন!

২০২৫ ডিসেম্বর ২৫ ১১:২৭:৪৫
আরও আট আসন ছাড়ল বিএনপি—চারটিতেই বিদ্রোহের আগুন!

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সমমনা দল ও জোটের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে আরও সাতটি দলকে আটটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এ নিয়ে এখন পর্যন্ত জোট শরিকরা মোট ১২টি আসন পেয়েছে। এর মধ্যে দুটি দল বিলুপ্ত করে আসন সমঝোতা করা হয়েছে। দলীয় সূত্র জানায়, আরও কয়েকটি দল একই প্রক্রিয়ায় যেতে পারে।

বিএনপি যে আটটি আসন ছেড়ে দিয়েছে, তার মধ্যে চারটিতেই দলটির বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বাকি চারটির মধ্যেও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কেউ প্রার্থী হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে মিত্র দল থেকে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পাওয়ার ঘটনাও ঘটেছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে বেরিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। তিনি কুমিল্লা-৭ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

তবে আসন সমঝোতার এ প্রক্রিয়ার বাইরে রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। যদিও বিএনপির একটি সূত্র জানিয়েছে, ওই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে নির্বাচন করতে পারেন। সে ক্ষেত্রে পার্থকে ভোলার কোনো একটি আসন দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

অন্যদিকে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব অসুস্থ থাকায় লক্ষ্মীপুর-৪ আসনে তার স্ত্রী তানিয়া রব নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। যদিও ওই আসনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি, তবে দলটির নেতা আশরাফ উদ্দিন নিজানকে মনোনয়ন দেওয়া হতে পারে।

বুধবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিক দলগুলোর জন্য বরাদ্দ আসনের তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকা অনুযায়ী—

বগুড়া-২: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

পিরোজপুর-১: জাতীয় পার্টি (কাজী জাফর)–এর মোস্তফা জামাল হায়দার

নড়াইল-২: এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ

যশোর-৫: জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ)–এর মুফতি রশিদ বিন ওয়াক্কাস

পটুয়াখালী-৩: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

ঝিনাইদহ-৪: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান

ঢাকা-১২: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

ব্রাহ্মণবাড়িয়া-৬: গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি

মির্জা ফখরুল জানান, যেসব দল বিএনপির সঙ্গে সমঝোতার মাধ্যমে নির্বাচন করবে, তারা নিজ নিজ প্রতীকে নির্বাচন করবেন। আর যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

ঘোষিত আসনগুলোর মধ্যে নড়াইল-২ ও ঢাকা-১২ আসনে আগে বিএনপি নিজস্ব প্রার্থী ঘোষণা করেছিল। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে যশোর-৫ আসনে বুধবার সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরকে ছাড় দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ঝিনাইদহ-৪ আসনে শক্তিশালী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজও স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার বিপরীতে বিএনপি নেতা মীর শাহে আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান দেশে ফেরার পর বিএনপির প্রার্থী তালিকায় আরও রদবদল আসতে পারে। বিতর্কিত ও দুর্বল প্রার্থীদের বাদ দিয়ে অন্তত ১০টি আসনে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে