ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভোর ৪টা থেকেই কার্যকর—ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

২০২৫ ডিসেম্বর ২৫ ১১:১৪:৪৯
ভোর ৪টা থেকেই কার্যকর—ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে রাজধানীতে আসা নেতাকর্মীদের যানবাহন পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ২৫ ডিসেম্বর রাজধানীতে যানজট এড়ানো ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিক থেকে আগত গাড়ির জন্য আলাদা আলাদা পার্কিং এলাকা নির্ধারণ করা হয়েছে।

ডিএমপি জানায়, নির্ধারিত পার্কিং এলাকা ছাড়া অন্য কোথাও গাড়ি পার্ক করা যাবে না। নেতাকর্মী ও চালকদের এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

নির্ধারিত পার্কিং এলাকাসমূহ

১. টঙ্গী–জয়দেবপুর রোড হয়ে আগত গাড়ি➡ পার্কিং: টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ

২. সিলেট ও চট্টগ্রাম থেকে কাঞ্চন ব্রিজ ও পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে আগত গাড়ি➡ পার্কিং: পূর্বাচল নীলা মার্কেট অথবা পূর্বাচল বাণিজ্য মেলা মাঠ

৩. বাবুবাজার ব্রিজ ও বসিলা ব্রিজ হয়ে আগত গাড়ি➡ পার্কিং: আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ

আমিনবাজার–গাবতলী হয়ে আগত গাড়ি➡ পার্কিং: উত্তরা ১৭ নম্বর সেক্টর, দিয়াবাড়ি পশুরহাট মাঠ (বউবাজার)

মাওয়া রোড ও বুড়িগঙ্গা ব্রিজ হয়ে আগত গাড়ি➡ পার্কিং: মতিঝিল বাণিজ্যিক এলাকা

ডিএমপি আরও জানায়, এসব ট্রাফিক ডাইভারশন ও পার্কিং নির্দেশনা ২৫ ডিসেম্বর ভোর ৪টা থেকে কার্যকর থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে