ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এএমসিএল প্রাণের ডিভিডেন্ড অনুমোদন

২০২৫ ডিসেম্বর ২৫ ০৭:৫৬:১৯
এএমসিএল প্রাণের ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল প্রাণ) তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত গৃহীত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানিটি এই তথ্য নিশ্চিত করেছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াশ মৃধা, পরিচালক সাবিহা আমজাদ, উজমা চৌধুরী, রেজাউল হাসান এবং স্বতন্ত্র পরিচালক জাকিয়া সুলতানা। এছাড়া পরিচালক (অ্যাকাউন্টস) চৌধুরী আতিউর রসুল, পরিচালক (মার্কেটিং) চৌধুরী কামরুজ্জামান, প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন এবং কোম্পানি সচিব মুহাম্মদ শরিফুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় যুক্ত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াশ মৃধা বিনিয়োগকারীদের সামনে কোম্পানির সার্বিক ব্যবসায়িক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সাধারণ শেয়ারহোল্ডাররা বিগত বছরগুলোতে কোম্পানির অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

সভার সমাপনী বক্তব্যে চেয়ারম্যান আহসান খান চৌধুরী সকল বিনিয়োগকারী ও অংশীজনদের ধন্যবাদ জানান। তিনি কোম্পানির ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখতে এবং ভবিষ্যতে ব্যবসায়িক লক্ষ্য অর্জনে বিনিয়োগকারীদের অব্যাহত সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে