ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমানের ৩ দিনের ঠাসা কর্মসূচি ঘোষণা

২০২৫ ডিসেম্বর ২৫ ০৭:৩৬:০৭
তারেক রহমানের ৩ দিনের ঠাসা কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের কারণে নগরবাসীর সম্ভাব্য যাতায়াত সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমান নিজে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি পছন্দ করেন না। বুধবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নগরবাসীর কাছে এই আগাম ক্ষমা প্রার্থনা করেন।

জনসাধারণের ভোগান্তি যতটা সম্ভব কমিয়ে আনতে রাজধানীর মূল এলাকার বাইরে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে এই কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সালাহউদ্দিন আহমদ জানান, সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া অন্য কেউ বক্তব্য দেবেন না। এছাড়া যানজট এড়াতে নেতাকর্মীদের যাতায়াতের জন্য কাঞ্চন ব্রিজ ব্যবহার করার বিশেষ নির্দেশনা দিয়েছে দলটি।

দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে তারেক রহমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে তিনি সরাসরি ৩০০ ফুট সড়কে আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন এবং পরে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। হাসপাতাল থেকে তিনি গুলশানের নিজ বাসভবনে ফেরার কথা রয়েছে।

পরদিন শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। দেশে ফেরার পর প্রথম দুই দিন এভাবেই ধর্মীয় ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তাঁর সময় কাটবে।

সফরের তৃতীয় দিন অর্থাৎ শনিবার তারেক রহমানের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। ওই দিন তিনি ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন ভবনে যাবেন। এরপর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন এবং সম্প্রতি নিহত ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এভাবে তিন দিনের ঠাসা কর্মসূচির মধ্য দিয়ে তাঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উদযাপন করবে বিএনপি।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে