ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

উপদেষ্টা হওয়ার গুঞ্জনের মাঝেই খোদা বখশ চৌধুরীর পদত্যাগ

২০২৫ ডিসেম্বর ২৫ ০৭:২০:৫৫
উপদেষ্টা হওয়ার গুঞ্জনের মাঝেই খোদা বখশ চৌধুরীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: প্রতিমন্ত্রী পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী পদত্যাগ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ এই পদে তাঁর হঠাৎ প্রস্থান রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

বেশ কিছুদিন ধরেই প্রশাসনিক মহলে গুঞ্জন ছিল যে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে সেই পদে খোদা বখশ চৌধুরীকে স্থলাভিষিক্ত করা হচ্ছে। সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার রাতেই তাঁর স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার কথা চূড়ান্ত হয়েছিল। তবে সরকারের অন্য উপদেষ্টাদের মধ্যে এই নিয়োগ নিয়ে তীব্র মতভেদ দেখা দেওয়ায় শেষ মুহূর্তে প্রধান উপদেষ্টা তাঁর সিদ্ধান্ত থেকে সরে আসেন।

সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত জেনেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভে ও অভিমানে খোদা বখশ চৌধুরী পদত্যাগের পথ বেছে নিয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কোনো সুনির্দিষ্ট কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি, তবে সরকারের উচ্চপর্যায়ে এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ১০ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলামও একইভাবে পদত্যাগ করেছিলেন। সে সময় গুঞ্জন ছিল তাঁকে শিক্ষা উপদেষ্টা করা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত অধ্যাপক সি আর আবরারকে সেই দায়িত্ব দেওয়া হলে পাঁচ দিনের মাথায় পদত্যাগ করেন আমিনুল ইসলাম। খোদা বখশ চৌধুরীর এই পদত্যাগ আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে