ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তিতাস গ্যাসের ডিভিডেন্ড অনুমোদন

২০২৫ ডিসেম্বর ২৪ ২৩:২৬:১৯
তিতাস গ্যাসের ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২০২৪-২৫ অর্থবছরের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের বিষয়টি চূড়ান্ত করেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্ম বা হাইব্রিড সিস্টেমে আয়োজিত এই সভায় বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ঘোষিত এই মুনাফার অনুমোদন দেন। একই দিনে কোম্পানির পঞ্চম বিশেষ সাধারণ সভাও (ইজিএম) সফলভাবে সম্পন্ন হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এজিএমে বিগত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সরকারের ইক্যুইটির বিপরীতে প্রেফারেন্স শেয়ার ইস্যু করার প্রস্তাবটিও শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছেন। তিতাস গ্যাস বোর্ডের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এই সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে তিতাস গ্যাসের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ছাড়াও পেট্রোবাংলা ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ব্যবসায়িক স্বচ্ছতা নিয়ে সাধারণ শেয়ারহোল্ডাররা তাঁদের মতামত ব্যক্ত করেন।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে