ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দীপু দাস ও ওসমান হাদির হ-ত্যার দ্রুত বিচার হবে: প্রেস সচিব

২০২৫ ডিসেম্বর ২৪ ১৮:৫৮:৩০
দীপু দাস ও ওসমান হাদির হ-ত্যার দ্রুত বিচার হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: দীপু চন্দ্র দাস ও ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি এ তথ্য জানান।

প্রেস সম্মেলনে তিনি আরও বলেন, ওসমান হাদির খুনের মামলার আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে সরকার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করছে। পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা সক্রিয়ভাবে কাজ করছে। মূল সন্দেহভাজন না হলেও ঘটনার সঙ্গে সম্পর্কিত আশপাশের ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তে গুরুত্বপূর্ণ সূত্রও পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, সরকার এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করবে। পাশাপাশি তিনি নিশ্চিত করেন যে, সরকার তদন্তে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছে।

দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিচারহীনতার সংস্কৃতি দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো অপরাধের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে